সিলেটটুডে ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২০ ১৫:০৮

ইউএনও ওয়াহিদার এক পাশ এখনও অবশ : চিকিৎসক

ফাইল ছবি

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের এক পাশ এখনও অবশ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইউএনওর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন এ তথ‌্য জানান।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. মোহাম্মদ জাহেদ হোসেন বলেন, ‘এখনো দিনে ৩ থেকে ৪ বার তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। তিনি এখন অনেক ভালো আছেন। হাতে পায়ে উন্নতি হওয়াটা বাকি আছে। এটা ছাড়া তেমন জটিলতা নেই। ওয়াহিদা খানম মোটামুটি শঙ্কামুক্ত।’

বিজ্ঞাপন

তিনি জানান, এখনো ওয়াহিদা খানমের এক পাশ অবশ হয়ে আছে। তাই আরও কিছু দিন হাসপাতালে রাখতে হতে পারে।

গত ২ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে বাসভবনে ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর হামলা করে দুর্বৃত্তরা। এতে তারা গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে এয়ার অ‌্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয় ওয়াহিদা খানমকে। তার বাবাকে রংপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত