সিলেটটুডে ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৪১

‘খিচুড়ি রান্না নয়, মিড ডে মিল বাস্তবায়নে বিদেশে প্রশিক্ষণ’

খিচুড়ি রান্না প্রশিক্ষণের জন্য নয়, অন্যান্য দেশে স্কুলের টিফিন (মিড ডে মিল) কার্যক্রম কিভাবে বাস্তবায়ন করা হয়, তা দেখতে যাওয়ার কর্মসূচি ছিলো।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন।
 
এসময়, এই কর্মসূচির অর্থ বরাদ্দের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, এটা অপচয় নয়, দক্ষতা বাড়ানো জন্য এই কর্মসূচি।

তিনি আরও বলেন, এ বিষয়ে পরিকল্পনা কমিশন কিছু জিজ্ঞাসা পাঠিয়েছে; তার জবাব দেয়া হবে শিগগিরই। এরপর একনেকে বিষয়টি চূড়ান্ত অনুমোদন করা হবে।

স্কুল ফিডিং প্রকল্প ১০৪ টি উপজেলায় চালু আছে, যা ডিসেম্বরে শেষ হবে। এটা বাস্তবায়নে সঠিকভাবে করার জন্য ১ হাজার কর্মকর্তার ভারতে প্রশিক্ষণে যাবার কথা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত