সিলেটটুডে ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২০ ২১:০৩

প্রবাসীদের ফিরে যেতে যত ফ্লাইট প্রয়োজন অনুমোদন দেওয়া হবে

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশি কর্মীদের তাদের কর্মস্থলে ফেরাতে সৌদি অ্যারাবিয়া এয়ারলাইন্স যত ফ্লাইট চাইবে, তত ফ্লাইটের অনুমোদন দেওয়া হবে

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানি অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মফিদুর রহমান বলেন, বাংলাদেশিদের ফিরে যেতে সৌদি এয়ারলাইন্স যে কয়টা ফ্লাইটের অনুমোদন চাইবে, আমরা দেবো। তবুও যেন প্রবাসীরা ফিরে যেতে পারেন। একই সঙ্গে আমাদের বিমান বাংলাদেশও যেন যেতে পারে সেজন্য কাজ করছি।

তিনি বলেন, আমাদের বিমানও যেন সৌদি আরব যেতে পারে, সেই চেষ্টা করছি। বিমান থেকে জানতে পেরেছি, তারা এখনও অপারেশনের অনুমতি পায়নি। আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। আশা করি শিগগিরই ল্যান্ডিং পারমিশন পাবো।

এছাড়া যাত্রীদের সঙ্গে বিমানবন্দরের কর্মীদের ভালো আচরণ ও ব্যবহার করতে হবে। এজন্য বিমানবন্দরে কর্মরত সব সংস্থার কর্মীদের ব্যবহারের পরিবর্তন আনার কথা বলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান

আপনার মন্তব্য

আলোচিত