সিলেটটুডে ডেস্ক

২৭ অক্টোবর, ২০২০ ১১:৩৯

দুই ট্রেনের সংঘর্ষের পর উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর স্টেশনে মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার (২৬ অক্টোবর) রাত পৌনে দুইটার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সাব্দালপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, দর্শনা থেকে নোয়াপাড়াগামী মালবাহী একটি ট্রেন স্টেশনের ১ নম্বর লাইনে ছিল। এসময় খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী আরেকটি ট্রেন সিগন্যাল ছাড়াই ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। এতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তেলবাহী ট্রেনের তিনটি ট্যাংক বিস্ফোরিত হয়ে সব তেল পড়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনার পর খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। কয়েকঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আপনার মন্তব্য

আলোচিত