সিলেটটুডে ডেস্ক

২৭ অক্টোবর, ২০২০ ১৩:২৩

সাবেক সচিব সৈয়দ আব্দুল মুক্তাদির আর নেই

বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব ও মৌলভীবাজার সরকারী কলেজের প্রাক্তন অধ্যাপক সৈয়দ আব্দুল মুক্তাদির আর নেই। লন্ডনে বসবাসরত মৃতের ছেলে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।

সোমবার (২৬ অক্টোবর) সোমবার বিকেল ৫ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দুই পুত্র সন্তান রেখে গেছেন।

এদিকে বৃটেনের লন্ডনে বসবাসরত ছেলের পক্ষ থেকে সবাইকে দোয়া কামনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, মৌলভীবাজার সদর উপজেলার বরইউরি সৈয়দ বাড়িতে জন্মগ্রহণকারী সৈয়দ আব্দুল মুক্তাদির ৬০ এর দশকের প্রারম্ভে এমসি কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন সৈয়দ আব্দুল মুক্তাদির। মৌলভীবাজার সরকারী কলেজে শিক্ষকতা দিয়ে পেশাগত জীবন শুরু করলেও পরবর্তীতে তিনি পাকিস্তান ট্যাক্সেশন সার্ভিসে যোগদান করেন।

স্বাধীনতা পরবর্তীতে টিএন্ডটি বোর্ডের সদস্য, প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। ৪৫ বৎসর বয়সে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে তিনি নিজেকে সমাজসেবায় নিয়োজিত করেন। এছাড়া জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত