সিলেটটুডে ডেস্ক

০৩ নভেম্বর, ২০২০ ১৯:৩৭

পর্দার নির্দেশ দেওয়া জনস্বাস্থ্যের সেই পরিচালক ওএসডি

নারীদের হিজাব ও পুরুষদের টাকনুর ওপর পোশাক পরিধান করার নির্দেশ দেওয়া সেই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াকেও ওএসডি করা হয়।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে ডা. তানভীর আহমেদ চৌধুরীকে ন্যস্ত করা হয়েছে।

আর নিয়মিত পরিচালক পদায়ন না করা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য উপপরিচালক ডা. কে এম মামুন মোর্শেদকে আপাতত পরিচালকের দায়িত্ব দেওয়া হলো।

উল্লেখ্য, ২৮ অক্টোবর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সব কর্মকর্তা-কর্মচারীকে মুঠোফোনের শব্দ বন্ধ রাখতে বলেন আবদুর রহিম। এছাড়া ইনস্টিটিউটের পুরুষদের টাকনুর উপরে এবং নারীদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরে পর্দা করার নির্দেশ দেন। এনিয়ে তখন সমালোচনা হলে তিনি দুঃখ প্রকাশ করে ওই নির্দেশ বাতিল করেন।

এদিকে ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে প্রায় ১২ কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলা করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

আপনার মন্তব্য

আলোচিত