সিলেটটুডে ডেস্ক

০৫ নভেম্বর, ২০২০ ০০:৫০

ক্রিসেন্ট হাসপাতালে ডাক্তার ছাড়াই অস্ত্রোপচার, ১০ লাখ টাকা জরিমানা

রাজধানীর উত্তরার ক্রিসেন্ট ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও ডাক্তার ছাড়া অস্ত্রোপচারের অভিযোগে আদালত এ জরিমানা করেন।

বুধবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কের এই হাসপাতালে অভিযান শুরু করে র‌্যাব। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

পলাশ কুমার বসু সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন অনিয়মের অভিযোগে উত্তরার ক্রিসেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও ডাক্তার ছাড়া অস্ত্রোপচারের অভিযোগে ল্যাব ইনচার্জকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত