সিলেটটুডে ডেস্ক

০৭ নভেম্বর, ২০২০ ১৮:৪৯

‘দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি জনগণ মেনে নেবে না’

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি জনগণ মেনে নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড ডা. এম এ সামাদ।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। দেশব্যাপী লাগাতার কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

সামাদ বলেন, ‘অসাধু মজুতদার ও সিন্ডিকেটের দৌরাত্মে চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, চিনি ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন ভাবে বাড়ছে। চলছে চরম মুনাফাবাজি। ইতিমধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। একদিকে করোনা মহামারিতে জনগণের আর্থিক দুরাবস্থা, অপরদিকের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে।’

বিজ্ঞাপন

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘একটি দেশ এভাবে চলতে পারে না। জনগণ অসাধু ব্যবসায়ীদের হাতে জিম্মি হতে পারে না। অনতিবিলম্বে কালোবাজারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সদস্য বিজ্ঞানী বীরমুক্তিযোদ্ধা কমরেড শামসুল হক সরকার, দফতর সম্পাদক বিধান দাস, কমরেড তোবারক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড মোখলেছুর রহমান, কেন্দ্রীয় সংগঠক কমরেড সবুজ মিস্ত্রী, ছাত্রনেতা কমরেড আদিত্য রহমান সুমন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, কমরেড জবা আক্তারসহ পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত