নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২১ ১৭:১১

কালরাত্রির হত্যাযজ্ঞ স্মরণে ১ মিনিট অন্ধকারে থাকবে সিলেটটুডে

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে এক মিনিট অন্ধকারে থাকবে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম।

একাত্তরের ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর গণহত্যায় নিহতদের স্মরণে রাতে এক মিনিট ‘ব্ল্যাক-আউটে’ থাকবে পুরো বাংলাদেশ। এই কর্মসূচির সাথে একাত্ম হয়ে এক মিনিট ‘ব্ল্যাক-আউটে’ থাকবে সিলেটটুডেও।

আজ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সিলেটটুডে ব্ল্যাক আউটের মাধ্যমে গণহত্যায় নিহতদের স্মরণ করবে।

বাঙালির মুক্তির আন্দোলনের শ্বাসরোধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা।

২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান।

নয় মাসের যুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মদান, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রমহানি এবং জাতির অসাধারণ ত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত