সিলেটটুডে ডেস্ক

২৬ মার্চ, ২০২১ ১৯:৪৩

মোদীর গায়ে মুজিব কোট

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশে এসেছন নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি ঢাকায় এসে পৌঁছেন।

এরপর বিকেল সাড়ে ৪টার দিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেন জাতীয় প্যারেড গ্রাউন্ড পৌঁছান তিনি। এসময় মোদীর পরণে ছিলো মুজিব কোট। যা সবসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিধান করতেন। প্যারেড গ্রাউন্ডে মোদীরকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে তার বোন শেখ রেহানাও উপস্থিত আছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৌঁছার পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।

এর আগে আজ শুক্রবার তাকে বহনকারী বিমানটি সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ভারতের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়।

গার্ড অব অনারের পরেই সরাসরি হেলিকপ্টার যোগে স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন মোদি। সেখানে আনুষ্ঠানিতা শেষ করার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান।

আপনার মন্তব্য

আলোচিত