সিলেটটুডে ডেস্ক

২৯ মার্চ, ২০২১ ১৫:০০

করোনা সংক্রমণ রোধে রাত ১০টার পর বের হওয়া বারণ

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাসার বাইরে না যাওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। একইসাথে অপ্রয়োজনীয় ঘোরাফেরা ও আড্ডা নিষিদ্ধ ঘোষণা করাসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের সই করা এ প্রজ্ঞাপনটি সোমবার প্রকাশ করা হয়।

এতে বলা হয় প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধানসহ সকল ধরণের স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। মাস্ক পরিধান না করলে কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

একইসাথে মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। এছাড়া পর্যটন কেন্দ্র, সিনেমা হলে জনসমাগম সীমিত করতে এবং সকল ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে বলা হয়।

এর আগে গত বছরের ৩ আগস্ট মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এমন আদেশ জারি করা নির্দেশ দেয়া হয়েছিলো। এতে বলা হয়েছিলো ৪ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাসার বাইরে না যেতে ও দোকানপাট, শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ করতে।

তবে করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় গত বছরের ১ সেপ্টেম্বর থেকে হালকা হতে থাকে সরকারের এই নির্দেশনা।

আপনার মন্তব্য

আলোচিত