সিলেটটুডে ডেস্ক

০৩ এপ্রিল, ২০২১ ১৯:২৫

আল্লাহর কসম আমি আকাম করি নাই, দাবি মামুনুলের

নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের একটি রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মামুনুলকে স্থানীয় জনতারদের জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সিলেটটুডের হাতে এসেছে। এতে দেখা যায়, মামুনুল দাবি করেছেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী, দুই বছর আগে বিয়ে করেছেন।

তবে ক্রমাগত প্রশ্নের মুখে মামুনুল প্রায়ই নিরব থাকেন মামুনুল।

প্রশ্ন: আপনার কী হয়?
মামনুল: আমার ওয়াইফ। আমি তাকে বিয়ে করেছি। শরিয়তসম্মতভাবে বিয়ে করেছি।

প্রশ্ন: কবে বিয়ে করছেন? বিয়ে করলে রয়্যাল রিসোর্টে কেন আসবেন সময় কাটাতে?
মামুনুল: বিয়ে করেছি, প্রমাণ আছে সাক্ষী আছে।

প্রশ্ন: কয় বছর আগে বিয়ে করেছেন?
মামুনুল: দুই বছর আগে।

প্রশ্ন: দুই বছর আগে বিয়ে করলে সময় কাটাতে রয়্যাল রিসোর্টে কেন আসছেন?
মামুনুল: আমি বেড়াইতে আসছি।

প্রশ্ন: আপনার ওয়াইফের নাম কী?
মামুনুল: আমিনা তাইয়্যেবা।

প্রশ্ন: উনার বাড়ি কই?
মামুনুল: কিছুই বলব না।

প্রশ্ন: আপনি আকাম করবেন, আর আমাদের কিছু বলবেন না, সেটা তো হবে না।
মামুনুল: আল্লাহর কসম আমি আকাম করি নাই।

প্রশ্ন: আপনি আসছেন কখন এখানে?
মামুনুল: আমি আসছি দুপুর দুইটায়।

প্রশ্ন: এখানে কোথায় আসছেন?
মামুনুল: আমি সোনারগাঁওয়ে বেড়াতে আসছিলাম।

প্রশ্ন: আপনি যে এখানে আসছিলেন সেটা ওলামায়ে একরাম কেউ জানে?
মামুনুল: না, আমি কারও সঙ্গে দেখা করে আসি নাই। আমি যেখানেই যাই মানুষজন ভিড় করে সেজন্য একটু আলাদাভাবে আসছি।

প্রশ্ন: আপনি দেশের এই পরিস্থিতির মধ্যে এখানে কেন?
মামুনুল: কথা নেই।

প্রশ্ন: আপনারা দেশটারে জ্বালায়ালাইসেন, হুজুর হয়ে কেমনে সহিংসতা করেন?
মামুনুল: সে আমার বিবাহিতা স্ত্রী, সে আমার বিবাহিত স্ত্রী… আমি আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব

প্রশ্ন: আমাদের বিরুদ্ধে নেবেন?
মামুনুল: যে দুর্ব্যবহার করতেছেন আমার সঙ্গে।

প্রশ্ন: আপনার ওয়াইফ যদি নিয়া আসেন আপনি বুক ফুলায়া কথা বলবেন। আপনি কেন পালায়া যাইতে চাইছিলেন?
মামুনুল: (চুপ থেকে) আপনারা সবাই দুর্ব্যবহার করতেছেন।

প্রশ্ন: আপনি কেন পালায়া যাইতে চাইছেন?
মামুনুল: চুপ

প্রশ্ন: আপনি উত্তর দেন
মামুনুল: চুপ

প্রশ্ন: যে মেয়েটাকে আপনার সঙ্গে দেখলাম সে তো আপনার বয়সের সঙ্গে ম্যাচ খায় না।
মামুনুল: (বিয়ের) প্রমাণ আছে, প্রমাণ আছে বললাম তো।

প্রশ্ন: আপনার কাছে কী প্রমাণ আছে?
মামুনুল: আমি বললাম তো শরিয়তসম্মতভাবে বিয়ে করেছি। আমার বিবাহিতা স্ত্রী, বললাম তো। আমার বিবাহিতা স্ত্রী সে, আর কোনো কথা আছে। আমি কসম করে বলতাছি, আমি আল্লাহর নামে শপথ করছি।

প্রশ্ন: আপনি দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছেন
মামুনুল: অরাজকতার কথা কন কেন? অরাজকতার সঙ্গে এইটার কী সম্পর্ক।

আপনার মন্তব্য

আলোচিত