সিলেটটুডে ডেস্ক

০৪ এপ্রিল, ২০২১ ১৩:২৯

সাংসদ আসলামুল হক আর নেই

ঢাকা-১৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) আসলামুল হক আর নেই।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আসলামুল করোনায় আক্রান্ত ছিলেন কি না এমন প্রশ্নের জবাবে বজলুর বলেন, ‘তার অফিসে অনেক লোকই করোনায় আক্রান্ত ছিল। কিন্তু তিনি করোনা আক্রান্ত হয়েছেন কি না, এ বিষয়ে আমি শিউর নই।’

এমপির জানাজার বিষয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘সবেমাত্র মারা গিয়েছেন। তার পরিবার ও আত্মীয়-স্বজন সবাই আসবেন। এরপরে কোথায়, কখন, জানাজা হবে এবং দাফন হবে, সে বিষয়ে নিশ্চিত করা হবে।’

আসলামুলের মরদেহ দেখতে স্কয়ার হাসপাতালে ভিড় করেছেন অনেক নেতা-কর্মী।

এদিকে, জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টি জানিয়েছেন। তিনি আসলামুল হকের শোকসংবাদটি সংসদ সদস্যদের পড়ে শোনান।

প্রধানমন্ত্রী বলেন, ‘গতকালও তিনি সংসদে ছিলেন, আজকে নেই। এটাই বাস্তবতা।

‘এই সংসদের কতজনকেই আমরা হারালাম। তার মত্যুতে শোক প্রকাশ করছি।’

আসলামুল হক ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

একই সময়ে তিনি জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

সবশেষ ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন। বর্তমান জাতীয় সংসদের হাউজ কমিটি ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত