নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০১৫ ২০:৫৬

হাসপাতাল ছাড়লেন শুদ্ধস্বরের প্রকাশক টুটুল

উগ্র ধর্মীয় গোষ্ঠির হামলায় আহত শুদ্ধস্বর প্রকাশনীর কবি, প্রকাশক ও ব্লগার আহমেদুর রশীদ টুটুল প্রায় ১০দিন হাসপাতালে চিকিৎসা শেষে এবার বাড়ি ফিরছেন। তবে টুটুলের সাথে হামলায় আহত কবি তারেক রহিম ও রণদীপম বসুকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) টুটুলকে হাসপাতাল থেকে বাসায় ফেরার ছাড়পত্র দেন চিকিৎসকরা। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) খাজা আবদুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় টুটুলকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। সন্ধ্যার কিছু পর তার স্বজনরা তাকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।’ 

আহত তারেক রহিম ও রণদীপম বসু সম্পর্কে খাজা আব্দুল গফুর বলেন, 'আহত কবি তারেক রহিমের চিকিৎসা চলবে। রণদীপম বসুর শারীরিক অবস্থাও ভালোর দিকে। চিকিৎসকরা জানিয়েছেন-তিনিও কয়েকদিনের মধ্যেই হাসপাতাল ছাড়তে পারবেন,’ 

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর (শনিবার) লালমাটিয়ার শুদ্ধস্বর প্রকাশনা প্রতিষ্ঠানে হামলা চালায় উগ্র ধর্মীয় সন্ত্রাসীরা। এতে শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরী টুটুল, কবি তারেক রহিম এবং লেখক ও ব্লগার রণদীপম বসু আহত হন। 

একই দিন শাহবাগের আজিজ সুপার মার্কেটে পৃথক হামলায় নিহত হন জাগৃতি প্রকাশনীর কর্নধার ফয়সাল আরেফিন দীপন। 

আপনার মন্তব্য

আলোচিত