সিলেটটুডে ডেস্ক

১৩ জুন, ২০২১ ১৫:০৭

জবির আটকে থাকা সেমিস্টার পরীক্ষা আগস্টে

আগামী আগস্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আটকে থাকা সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক বলেন, আগস্টে বিশ্ববিদ্যালয়ের আটকে থাকা সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পারভীন আক্তার জেমি বলেন, ঈদুল আজহার বন্ধের আগে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের মিড টার্ম পরীক্ষা হবে। এরপর রিভিউ ক্লাস হবে। আর ঈদুল আজহার পর হবে সেমিস্টার পরীক্ষা।

আপনার মন্তব্য

আলোচিত