সিলেটটুডে ডেস্ক

২৯ জুন, ২০২১ ১২:৪৫

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকার একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকালে পুলিশ বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। তিনি বলেন, ফৌজদারি দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় মামলা হয়েছে। পুলিশ বিস্ফোরণের বিষয়টি খতিয়ে দেখছে।

সাজ্জাদুর রহমান আরও বলেন, দণ্ডবিধি ৩০৪ (ক) বলতে কোনো ব্যক্তির বেপরোয়া বা অবহেলার জন্য অন্যের প্রাণহানিকে বোঝায়। কারও বিরুদ্ধে এই ধারার অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৫ বছরের জেল, অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে।

গত রোববার সন্ধ্যায় ওয়্যারলেসের ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো একটি তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে ভবনটির একাংশ ধসে যায়। বিকট শব্দে আশপাশের বেশ কয়েকটি ভবনের কাঁচ ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় সড়কে থাকা তিনটি বাসও।

বিস্ফোরণের ওই ঘটনায় এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত