সিলেটটুডে ডেস্ক

২৯ জুন, ২০২১ ১৬:১০

মগবাজারের ধ্বংসস্তূপ থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

মগবাজারের বিস্ফোরণের লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভবনের নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. হারুনুর রশিদ।

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে ভবনটির পেছনের ছোট্ট একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের অপারেশন বিভাগের উপ পরিচালক দেবাশীষ বর্ধন।

বিস্ফোরণের পর থেকেই হারুনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার ছবি ও পরিচয়পত্র হাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে খুঁজে ফিরছিলেন মেয়ে হেনা বেগম।

মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ংয়ের শোরুম ও রাশমনো হাসপাতালের উল্টো দিকের মূল সড়ক লাগোয়া একটি ভবনে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিস্ফোরণ হয়।

প্রসঙ্গত, রবিবার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি তৃতীয়তলা ভবনে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। এতে ওই দিনই দুই শতাধিক আহত ও ৭ জন নিহত হন। আজ আরেকজনের মরদেহ উদ্ধার করা হলো। ঘটনাস্থলে অসংখ্য যানবাহন ও ভবন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়।

আপনার মন্তব্য

আলোচিত