সিলেটটুডে ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২১ ১৭:২৫

১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু

আগামী ১২ সেপ্টেম্বরই (রোববার) খুলবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এ দিন থেকেই শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। এ জন্য আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার প্রস্তুতি নিতে হবে  বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৫ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় থেকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বাধ্যতামুলকভাবে মাস্ক পড়তে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনো শিক্ষার্থী অসুস্থ থাকলে তাকে না পাঠানোর জন্য অভিভাবকদের অনুরোধ করছি।’

মন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজ খুলে দেওয়ার প্রথমদিন থেকে প্রতিদিন ক্লাস চলবে, সে সঙ্গে পঞ্চম ও দশম শ্রেণীর ক্লাস প্রতিদিন হবে। বাকিদের ক্লাস সপ্তাহে ১/২ করে নেওয়া হবে। পর্যায়ক্রমে তা পরিস্থিতি বিবেচনায় বাড়ানো হবে।’

বিশ্ববিদ্যালয় খোলা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আগামী সপ্তাহে দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। এর আগেও যদি উপাচার্যরা বিশ্ববিদ্যালয় খুলে দিতে চায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই।’

এর আগে ৩ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজ খোলার জন্য আমরা আগেই প্রস্তুতি গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১২ সেপ্টেম্বরকে আমরা নির্ধারণ করেছি। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চলমান থাকবে।’

তিনি বলেন, ‘বেশিরভাগ শিক্ষকই টিকা নিয়েছেন। এছাড়া ১২ বছর বয়সী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে।’

এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণ সম্পর্কে মন্ত্রী জানান, আগের ঘোষণা অনুযায়ী পরীক্ষা হবে। অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে, দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মতামত দেয় করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় পরামর্শক কমিটির বৈঠক শেষে এ মতামত জানানো হয়।

কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসায় এবং টিকা প্রাপ্তি নিশ্চিত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে এখন কোনো বাধা নেই। তবে পরিস্থিতি বিবেচনা করে অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।’

এর আগে গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এরইমধ্যে আমি স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি। সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের টিকাও দেওয়া হয়েছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের পরিবারের সদস্যদেরও টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরমধ্যে কয়েকবার চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি। এ পর্যন্ত গত ১৭ মাসে দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত