সিলেটটুডে ডেস্ক:

১৪ সেপ্টেম্বর, ২০২১ ২২:০০

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: নির্বাচন কমিশনার

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ‘ইউনিয়ন পর্যায়ে নির্বাচনগুলোতে অনেক সমস্যায় পড়তে হয়। তাই ইউনিয়ন পর্যায়ে নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীসহ আমরা সবাই সতর্ক অবস্থানে থাকব।’

মঙ্গলবার সদর উপজেলা অডিটোরিয়ামে চার উপজেলার স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্মার্টকার্ড নিতে এসে কেউ যেন কোনো হয়রানির শিকার না হয়, সেদিকে কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ। নির্বাচন কমিশন সচিবালয়ের আইইডিএ-দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের এতে বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, নওগাঁ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সদর উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন প্রমুখ বক্তব্য দেন।

নওগাঁর নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর ও রানীনগর- এই চার উপজেলার মোট ৭ লাখ ৯৫ হাজার ৪৭টি স্মার্টকার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নিয়ে এ কার্যক্রম শুরু হলো। এ নিয়ে জেলার ১১ উপজেলার মধ্যে সাতটি স্মার্টকার্ডের আওতায় এলো।

আপনার মন্তব্য

আলোচিত