সিলেটটুডে ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:২০

ইভ্যালির সব নথি তলব করেছেন হাই কোর্ট

বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফার্ম ইভ্যালি ডটকম লিমিটেডের সব নথি তলব করেছেন হাই কোর্ট বিভাগ। নথি পর্যালোচনা করে আদালত সিদ্ধান্ত জানাবেন, কোম্পানি যথাযথভাবে পরিচালনায় পর্ষদ গঠন করা যায় কি না।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের কোম্পানি বেঞ্চ আগামী ১১ অক্টোবরের মধ্যে নথিপত্র আদালতে জমা দিতে রেজিস্ট্রার ফর জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মকে নির্দেশ দেন।

পণ্য ও টাকা না পেয়ে মো. ফরহাদ হোসেন নামে ইভ্যালির এক গ্রাহক কোম্পানির অবসায়ন চেয়ে আবেদন করেন। আদালত সেই আবেদনের ওপর শুনানি নিয়ে আজ নথি তলব করেন।

ফরহাদের আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, পর্যালোচনার জন্য আদালত আজ ইভ্যালির নথি চেয়েছেন। যেহেতু গ্রহকরা কোম্পানি অবসায়নের আগে পর্যন্ত পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করেছেন।

গত ২২ সেপ্টেম্বর আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ইভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

মাহসিব হোসেন আরও বলেন, চলতি বছরের মে মাসে ফরহাদ ইভ্যালিতে ওয়াশিং মেশিন অর্ডার করেন। তিনি বিকাশ ও নগদের মাধ্যমে অর্থও পরিশোধ করেন। ৪ মাসে তিনি পণ্য বা অর্থ ফেরত পাননি। ইভ্যালির অধিকাংশ মালিক বর্তমানে কারাগারে আছেন।

আপনার মন্তব্য

আলোচিত