সিলেটটুডে ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২১ ১৫:২১

মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের পেছনে মাত্র সাত দেশ

মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বের ১১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৩তম। এমনকি দক্ষিণ এশিয়ায় নেপাল ও পাকিস্তানের চেয়েও পিছিয়ে।

ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স-২০২১ অনুযায়ী, গত বছরের তুলনায় বাংলাদেশের অবস্থান ২৫ ধাপ নিচে নেমে গেছে।

সূচক অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতির দিক থেকে ১১০টি দেশের মধ্যে বাংলাদেশের সার্বিক র‌্যাংকিং ১০৩তম।

দক্ষিণ এশিয়ায় ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানেরও নিচে বাংলাদেশ। তালিকায় ভারত ৫৯তম, নেপাল ৮৭ তম, শ্রীলঙ্কা ৮৮তম ও পাকিস্তান ৯৭তম অবস্থানে রয়েছে। আর এশিয়ার ৩২টি দেশের মধ্যে ৩০তম স্থানে আছে বাংলাদেশ।

ইন্টারনেট স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশ ১৬তম আর ব্রডব্যান্ড ইন্টারনেট বিভাগে ৪৩তম স্থানে আছে।

ইন্টারনেট সামর্থ্য, ইন্টারনেটের মান, ইলেকট্রনিক অবকাঠামো, ইলেকট্রনিক নিরাপত্তা এবং ই-গভর্নমেন্ট- এই পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে ভিপিএন সার্ভিস কোম্পানি সার্ফশার্ক এই ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স-২০২১ প্রতিবেদনটি তৈরি করে।

আপনার মন্তব্য

আলোচিত