দিরাই প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০২১ ১৫:২৭

দিরাইয়ে এলজিইডির জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালা

সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্পের(হিলিপ) প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে ডিসিমিনেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্ব কর্মশালা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী। সুনামগঞ্জ হিলিপ প্রকল্পের জেলা প্রজেক্ট কোঅরডিনেটর মিজানুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, প্রাণি সম্পদ কর্মকর্তা এফ এম বাবরা হ্যামেলিন, হিলিপের মনিটরিং ও ইভালুয়েশন অফিসার আনোয়ারুল ভারী। সুবিধাভোগীদের মধ্যে অভিজ্ঞতা বর্ণনা করেন, বিভা রানী দাস, সীমা রানী তালুকদার,মাসুম আহমেদ,নকুল কুমার দাস, প্রশান্ত দাস প্রমুখ।

পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন হিলিপ প্রকল্পের কমিউনিটি রিসোর্স ম্যানেজম্যান্ট কোঅরডিনেট হারুন অর রশিদ। কর্মশালা পরিচালনা করেন লাইভলিহুড কোঅরডিনেটর আ ফ ম জিয়াউল হক।

আপনার মন্তব্য

আলোচিত