সিলেটটুডে ডেস্ক

০৬ অক্টোবর, ২০২১ ২২:১০

তোয়াব খানের সম্পাদনায় আবারও বেরুচ্ছে ‘দৈনিক বাংলা’

তোয়াব খান

প্রায় ২ যুগ আগে বন্ধ হয়ে যাওয়া ‘দৈনিক বাংলা’ আবারও নতুন আঙ্গিক ও ব্যবস্থাপনায় প্রকাশিত হতে যাচ্ছে। একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক তোয়াব খান পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন।

বুধবার দৈনিক বাংলার নির্বাহী সম্পাদক শরিফুজ্জামান পিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দৈনিক বাংলার সম্পাদক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার সময় তোয়াব খান বলেন, 'আগেও আমি দৈনিক বাংলার সম্পাদক ছিলাম। এখন এটি (দৈনিক বাংলা) আবার নতুন আঙ্গিকে বের করা হচ্ছে। এটা খুবই আনন্দের সংবাদ। সংবাদপত্র জগতের জন্যও আনন্দের।'

২০১৬ সালে একুশে পদক পাওয়া তোয়াব খানের সাংবাদিকতা জীবনের হাতেখড়ি ১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি তিনি দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিবের দায়িত্বে ছিলেন। দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিকের ভূমিকা পালন করেন তোয়াব খান।

দৈনিক বাংলার সম্পাদক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার সময় দৈনিক বাংলার সম্পাদকমণ্ডলীর সভাপতি চৌধুরী নাফিজ সরাফাত, নির্বাহী সম্পাদক শরিফুজ্জামান পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত