সিলেটটুডে ডেস্ক

১৮ অক্টোবর, ২০২১ ১১:৫৪

সিলেটে বজ্রবৃষ্টির সম্ভাবনা

কার্তিকের শুরুতেই সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার (দু’দিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে এ কথা বলা হয়েছে।

একই সঙ্গে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

রোববার সন্ধ্যা ৬টা নাগাদ পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জ আর যশোরে ৩২ মিলিমিটার। একই সময় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আপনার মন্তব্য

আলোচিত