সিলেটটুডে ডেস্ক

২৫ অক্টোবর, ২০২১ ১৫:২৩

কুমিল্লায় মণ্ডপে কোরআন: মামলা তদন্তে সিআইডি

কুমিল্লা নগরীর নানুয়াদীঘির পাড়ের একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় দায়েরকৃত মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়েছে।

সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান জানান, গতকাল রোববার রাতে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি স্থানান্তরিত হয়।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটিও সিআইডিতে স্থানান্তর করা হয়। এ মামলায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মোহাম্মদ ফয়েজ।

প্রসঙ্গত, দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের নানুয়া দীঘির পাড়ে একটি পূজা মণ্ডপে ‘কোরআন অবমাননার’ কথিত অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা-ভাঙচুর চালানো হয়।

ঘটনার দিন কোতয়ালি মডেল থানার এসআই হারুন অর রশীদ বাদী হয়ে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও অবমাননার’ অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় এ মামলাটি দায়ের করেন।

এ মামলায় গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার ইকবাল হোসেনসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য গত শনিবার সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

মামলার বাকি আসামিরা হচ্ছেন-মণ্ডপে কোরআনা রাখার ঘটনায় পুলিশকে ৯৯৯ এ ফোন করা রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ।

আপনার মন্তব্য

আলোচিত