সিলেটটুডে ডেস্ক:

২৫ অক্টোবর, ২০২১ ১৯:৫৩

পীরগঞ্জে সহিংসতা: ‘পেট্রোল ছিটানো’ শিবিরকর্মীসহ আরও ২ জন গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লীতে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক শিবিরকর্মীসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- আবদুল্লাহ আল মামুন (২৩) ও ওমর ফারুক ওরফে টনেট (২৪)।

আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে গাইবান্ধার সাদুল্লাপুর থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

এসপি জানান, মামুন ২০১২ সাল থেকে সাদুল্লাপুরে শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। আর ওমর ফারুক ছিলেন পীরগঞ্জ দক্ষিণ বাসস্ট্যান্ড মসজিদের ইমাম।
গত ১৭ অক্টোবর ঘটনার রাতে তারা পেট্রোল নিয়ে মোটরসাইকেলে করে সাদুল্লাপুর থেকে পীরগঞ্জে এসে হামলায় অংশ নেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, পীরগঞ্জের বড় করিমপুর মাঝিপাড়া গ্রামে সংঘটিত সহিংসতার ঘটনায় ৪টি মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে ৩টি এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে।

আজ সোমবার সকাল পর্যন্ত এ সব মামলায় ৬৬ জন গ্রেপ্তার হয়েছেন বলে জানান তিনি।

ওসি জানান, তাদের মধ্যে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়া ও সহিংসতার ঘটনা উসকে দেয়ার অন্যতম হোতা পরিতোষ সরকার, উজ্জ্বল হোসেন, বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল ও মসজিদের ইমাম রবিউল ইসলাম আদালতের কাছে নিজেদের দায় স্বীকার করেছেন।

ওসি সরেস চন্দ্র বলেন, শিবিরকর্মী মামুন সেই রাতে ‘নিজ হাতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরান’ বলে তদন্তে জানা গেছে।

১৭ অক্টোবর রাতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা গ্রামে বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামটির ১৫টি পরিবারের ২১টি বাড়ির সবকিছু আগুনে পুড়ে গেছে। সব মিলিয়ে অন্তত ৭০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত