সিলেটটুডে ডেস্ক

২৮ অক্টোবর, ২০২১ ১১:০৯

ইউপি নির্বাচন: নরসিংদীতে সংঘর্ষ, গুলিতে নিহত ২

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার আসাদ মিয়ার ছেলে হিরন মিয়া (৩৫) ও মারফত আলীর ছেলে সাদীর মিয়া (২০)।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রকাশ চন্দ্র সরকার জানান, সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় ৭ জনকে হাসপাতালে আনা হলে একজনের মৃত্যু হয়। এর মধ্যে ৪ জনকে রেফার্ড করা হয়েছে এবং একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত সাদীর গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তিনি। বাকি আহতরা গুলিবিদ্ধ ও টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানান তিনি।

আহতরা হলেন কাচারিকান্দি এলাকার আক্তার হোসেনের স্ত্রী নাজমা বেগম (২৪), মহিউদ্দিনের স্ত্রীর শামসুন্নাহার (৩৪), মহরাজ মিয়ার ছেলে নাজির মিয়ার (২১), শুক্কুর মিয়া দুই ছেলে দানু মিয়া (৬০), আল আমিন (২০) ও মিরু মিয়া ছেলে হক মিয়ার (৪৮)।

জানা গেছে, উপজেলার পাড়াতলী ইউপি সদস্য শাহ আলম মিয়া ও প্রয়াত ইউপি সদস্য ফজলু মিয়া ছেলে ছোট শাহ আলমের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগেও দু'পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছিল। আজ বৃহস্পতিবার ভোরে দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত দুজন ছোট শাহ আলমের পক্ষের লোক বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

আপনার মন্তব্য

আলোচিত