সিলেটটুডে ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০১৫ ১৩:০৩

নারায়ণগঞ্জের ৭ খুন : অধিকতর তদন্তে আইনগত বাধা নেই

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার অধিকতর তদন্ত চেয়ে রিট আবেদনের আদেশে আদালত বলেছেন, তদন্ত কর্মকতা ইচ্ছে করলে এই মামলায় অধিকতর তদন্ত করতে পারবেন। এতে আইনগত কোনো বাধা নেই।

হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ সোমবার (১৪ ডিসেম্বর) সকালে এ আদেশ দেন।

এর আগে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এ মামলার অধিকতর তদন্ত চেয়ে ও নুর হোসেনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে এ আবেদনটি দায়ের করেন।

জানা গেছে, নিহত নজরুল ইসলামের স্ত্রী বিউটির করা মামলায় ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। যেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে গেছে।

সোমবার আবেদনকারীর আইনজীবী মন্টু ঘোষ আবেদনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন। আদেশ শেষে তিনি সাংবাদিকদের বলেন, এ ঘটনার পেছনের ষড়যন্ত্রের বিষয়টি নিম্ন আদালত যোগ করতে পারবেন।

আবেদনের পক্ষে শুনানি করেন বিউটির আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, মন্টু ঘোষ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান কবির।

এদিকে সেলিনা হোসেন বিউটি হাইকোর্টের আদেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আদেশের পর আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

আপনার মন্তব্য

আলোচিত