সিলেটটুডে ওয়েব ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:৪৩

এবার মার্কিন তরুণীর ছবি নিয়ে অপপ্রচার

ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে বাংলাদেশে আসা এক মার্কিন তরুণীর ছবি নিয়ে অপপ্রচার করা হচ্ছে। পলিন শুমেকার নামের মার্কিন তরুণী বাংলাদেশে এসেছিলেন ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে বিদেশীদের নিয়ে বিশেষ পর্বে অভিনয়ও করেছেন তিনি। সেখানেই ছবি তুলেন রিক্সাচালকসহ বিভিন্ন বাংলাদেশী মানুষের সাথে।

সেই ছবির একটি US Embassy, Bangladesh এর ফেসবুক পাতায় গত ১০ সেপ্টেম্বর পোষ্ট করা হয়। সেখানে পলিনের বাংলাদেশে নয় মাস অবস্থানের কথা উল্লেখ্ করে  বলা হয়,  ‘আমেরিকান ফুলব্রাইট শিক্ষার্থী পলিন শুমেকার তার নয় মাস বাংলাদেশে অবস্থানকালে এ দেশের সংস্কৃতি ও মানুষের সংস্পর্শে আসেন। ছবিতে দেখা যাচ্ছে, বাংলাদেশের একটি গ্রামে শাড়ি পরে তিনি রিকশা ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন।’

অথচ এই অতি সাধারণ ছবিকে  ‘বাংলাদেশি রিকশাচালকের সততায় মুগ্ধ হয়ে তাকে বিয়ে করলেন মার্কিন তরুণী ব্রাউন।’  শিরোনামে এখন ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। বিভিন্ন ফেসবুক পেজকে দেখা গেছে এসব অপপ্রচার ছড়াতে।


একই শিরোনামে কয়েকটি অনলাইন মিডিয়াও এই খবর ছাপিয়েছে। আর অনেককে এমন খবরে অভিভূত হয়ে শেয়ার করতেও দেখা গেছে।

'রেডিও ধামাকা' নামের এক ফেসবুক পেজ ছবিটি প্রকাশ করে ভুল বানানে শিরোনাম দেয়, 'সিলেটের রিকশাচালক মকলেচের প্রেমে পড়েছেন এক আমেরিকার যুবতি। বিয়ে করে সংসারও শুরু করে দিয়েছেন তারা। কপাল কারে কয়....!!!।'

এই অপপ্রচারমূলক পোষ্ট পেজটি এখনো অপসারণ করেনি।  

তবে সঠিক তথ্য তোলে ধরেও পোষ্ট দিয়েছে 'সতর্ক থাকুন, দায়িত্বের সাথে শেয়ার করুন' নামের এক পেজ।

আপনার মন্তব্য

আলোচিত