সিলেটটুডে ডেস্ক

২০ ডিসেম্বর, ২০১৫ ১০:৫২

বিজিবিতে আত্মঘাতী সংঘাত যেন আর না হয়: প্রধানমন্ত্রী

বিটিভি'র সৌজন্যে

বিজিবি দিবসের অনুষ্ঠানে পিলখানার মর্মান্তিক ঘটনা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  “সতর্ক থাকবেন, ভবিষ্যতে কখনও এমন আত্মঘাতী সংঘাত যেন আর না হয়।”

ক্ষমতায় এসেই তাঁর সরকারকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন  “সে সময় সরকার গঠনের পরপরই বিদ্রোহের একটি রক্তাক্ত অধ্যায় আমাদের মোকাবেলা করতে হয়েছিল।”

রোববার (২০ ডিসেম্বর) সকালে  পিলখানায় বাহিনীর সদর দপ্তরে বিজিবি দিবসের অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।    

২০০৯ সালের ফেব্রুয়ারিতে এই পিলখানায় বিডিআর বাহিনীতে বিদ্রোহের সূত্রপাত ঘটে। ওই বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭২ জন প্রাণ হারান।র ক্তাক্ত ওই বিদ্রোহের পর দায়ীদের শাস্তি দেওয়ার পাশাপাশি খোলনলচে বদলে  বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বাহিনীর নাম বদলে হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পোশাকও পরিবর্তিত হয়।   

বিদ্রোহের ওই ঘটনাটিকে ইতিহাসের একটি ‘কালো অধ্যায়’ অধ্যায় আখ্যায়িত করেন শেখ হাসিনা।

আপনার মন্তব্য

আলোচিত