সিলেটটুডে ডেস্ক

১০ আগস্ট, ২০২২ ১২:১৩

নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে মামলা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক চিকিৎসকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ আগস্ট) নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা আক্তারুজ্জামান আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন বিকেলে উপজেলার দলার দর্গা মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি হলেন, দিনাজপুরে ফুলবাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামের সিরাজের মেয়ে রোকেয়া বেগম ডেইজি (২৭)। তার স্বামী আরিফুজ্জামান আরিফও একজন চিকিৎসক। তিনি চিরিরবন্দরে কর্মরত।

নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা আক্তারুজ্জামান আক্তার জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার ওই হাসপাতালের দ্বিতীয় তলায় এক চিকিৎসক আত্মহত্যা করেছেন এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ সময় হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে বিকেলে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন চিকিৎসক রোকেয়া। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে, এটা আত্মহত্যা না হত্যা।

এদিকে এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ডেইজির স্বামীসহ শ্বশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা।

আপনার মন্তব্য

আলোচিত