সিলেটটুডে ডেস্ক

২১ ডিসেম্বর, ২০১৫ ২১:১২

বাংলাদেশিদের জন্যে ওমরা ভিসা চালু

মানবপাচারের অভিযোগে বাংলাদেশিদের জন্যে ওমরা ভিসা বন্ধ রাখার এক বছর পর বাংলাদেশিদের জন্য ওমরা ভিসার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সৌদি সরকার।

রয়েল অ্যাম্বাসি অব সৌদি আরব এক চিঠিতে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মানবপাচারের অভিযোগ পেয়ে মন্ত্রণালয় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর সৌদি সরকার বাংলাদেশীদের ভিসা উন্মুক্ত করে দিয়েছে।

তিনি জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত ২০ ডিসেম্বরের একটি চিঠি সোমবার মন্ত্রণালয়ে পৌঁছেছে।

ওমরা হজ পালনের জন্য সৌদি আরবে গিয়ে দেশে ফেরেননি অনেক বাংলাদেশি, রয়েছে এমন অভিযোগ। ওমরার নামে বিভিন্ন এজেন্সির মাধ্যমে তাদের দেশটিতে পাচার করা হয় বলে সংশ্লিষ্টদের ধারণা। দেশে না ফেরার সংখ্যা বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশের ওমরাযাত্রী নিয়ন্ত্রণকারী সৌদির স্থানীয় পাঁচটি এজেন্সির কার্যক্রম বন্ধ করা হয়।

ফলে চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশ থেকে ওমরাযাত্রীদের ভিসা দেওয়া বন্ধ ছিল।

আপনার মন্তব্য

আলোচিত