সিলেটটুডে ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২ ১৬:১১

টিসিবির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে লিটারপ্রতি ১৫৬ দশমিক ৯১ টাকা দরে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এটি অনুমোদন করেছে।

বুধবার (৩০ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ কমিটির বৈঠক। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এসব কথা বলেন।

তিনি বলেন, আগে এই তেলের দাম ছিল ১৬২ দশমিক ৯৪ টাকা। এবার প্রতি লিটার তেলের দাম ১৫৬ টাকা ৯১ পয়সা ধরা হয়েছে। মোট ক্রয়মূল্য ধরা হয়েছে ২৯৮ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা। এ তেল টিসিবির অধীনে কেনা হলেও কোন দেশ কিংবা কোম্পানির কাছ থেকে কেনা হবে, সেই তথ্য দেয়া হয়নি। কোনো রকম দরপত্র ছাড়াই সরকার এ তেল কিনবে।

সভায় ঢাকা ওয়াসার অধীনে ঢাকা স্যানিটেশন ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় তিনটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে, যেখানে মোট ব্যয় হবে প্রায় ৭২০ কোটি টাকা।

আপনার মন্তব্য

আলোচিত