সিলেটটুডে ডেস্ক

২২ মার্চ, ২০২৩ ০২:২১

ভাস্কর শামীম সিকদার মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত ভাস্কর শামীম সিকদার আর নেই। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ঢাবির চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক শামীম সিকদার ১৯৯০ সালে টিএসসিতে 'স্বোপার্জিত স্বাধীনতা' এবং ফুলার রোড এলাকায় 'স্বাধীনতা সংগ্রাম' নির্মাণ করেন। এরআগে ১৯৭৪ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটি ভাস্কর্য নির্মাণ করেন।

প্রখ্যাত এই ভাস্কর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষকের পদ থেকে অবসর নিয়ে এক সময় ইংল্যান্ড চলে যান। এরপর থেকে কখনো সেখানে, কখনো দেশে বসবাস করেছেন।

কিউরেটর অব শামীম সিকদার স্কাল্পচার পার্ক ইমরান হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমরান হোসেন বলেন, ‘তার স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেল। ঢাবির চারুকলা অনুষদে জয়নুল আবেদিনের ভাস্কর্যটি তিনি নতুন করে করতে চেয়েছিলেন।’

আপনার মন্তব্য

আলোচিত