সিলেটটুডে ডেস্ক

০৬ জানুয়ারি, ২০১৬ ১৫:৪৪

রিভিউ করে আর কি লাভ, প্রশ্ন খন্দকার মাহবুবের

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগ বহাল রাখার পর রিভিউ আবেদন না করার ইঙ্গিত দিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেছেন: ‘এই মহূর্তে রিভিউ করবো কিনা তা বলা যাচ্ছে না। মওলানা নিজামী সাহেব এই ভাবতে পারেন পূর্ববর্তী যারা রিভিউ করেছেন তাতে কোন ফলাফল হয় নাই, আর রিভিউ করে কি লাভ হবে!’

তিনি আরো বলেন, ‘তার পরও মওলানা নিজামী সাহেব পর্যালোচনা করে, মামলার রায় দেখে উনি যদি আমাদেরকে রিভিউ করতে বলেন তবে অবশ্যই আমরা রিভিউ করবো।’

আদালতের রায়ের পর খন্দকার মাহবুব বলেন, আমরা যে সাক্ষ্য প্রামাণ আছে সে সাক্ষ্য প্রমাণ বিচারকদের সামনে তুলে ধরেছি, তিনি বিচার করেছেন। বিচারক যে দণ্ড দিয়েছেন আইনজীবী হিসেবে আমাদের সেটিই মেনে নিতে হবে।

২০১৪ সালের ২৯ অক্টোবর স্বাধীনতাযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী হত্যার দায়ে নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর সর্বোচ্চ আদালতে আপিল করেন নিজামী। এই আপিলের ওপর গত বছরের ৯ সেপ্টেম্বর শুনানি শুরু হয় চলে ৮ ডিসেম্বর পর্যন্ত।

আপনার মন্তব্য

আলোচিত