সিলেটটুডে ডেস্ক

০৬ জানুয়ারি, ২০১৬ ১৯:১০

পাকিস্তানের আলটিমেটাম: আজকের মধ্যেই সরিয়ে নেয়া হচ্ছে সেই কূটনীতিককে

ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) মৌসুমি রহমানকে বৃহস্পতিবার বিকেলের মধ্যে প্রত্যাহার করতে বলেছিল পাকিস্তান। এর পরিপ্রেক্ষিতে আজই (বুধবার) মৌসুমি রহমানকে সরিয়ে নেয়া হচ্ছে।

তিনি পর্তুগালে বাংলাদেশ দূতাবাস যোগ দিতে যাচ্ছেন।

ইসলামাবাদে তার জায়গায় কাকে পাঠানো হবে, সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রটি বলছে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ঢাকায় পাকিস্তানী মহিলা এক কূটনীতিককে চলে যেতে বলার পর থেকে ইসলামাবাদের পক্ষ থেকে পাল্টা পদক্ষেপের আশঙ্কা করা হচ্ছিল।

সে কারণে আগে থেকেই তাকে পর্তুগালের দূতাবাসে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, গতকাল (মঙ্গলবার) ইসলামাবাদে বাংলাদেশের হাই কমিশনার সোহরাব হোসেনকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে মৌখিকভাবে ৪৮ ঘণ্টার মধ্যে মৌসুমি রহমানকে প্রত্যাহারের কথা বলা হয়।

কেন এই প্রত্যাহারের নির্দেশ তার কোন ব্যাখ্যা দেয়নি পাকিস্তান।

আপনার মন্তব্য

আলোচিত