সিলেটটুডে ডেস্ক

২৮ ফেব্রুয়ারি , ২০১৬ ২০:২৭

দেশে তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা ৯,৮৯২

বাংলাদেশে তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে স্বীকৃত হিজড়ার সংখ্যা প্রায় ১০ হাজার।

সংসদে এই তথ্য জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেছেন, সুবিধাবঞ্চিত এই জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটিয়ে তাদের সমাজের মূল স্রোতধারায় আনতে সরকারের নানা পদক্ষেপ নিয়েছে।

২০১৩ সালের ১১ নভেম্বর হিজড়াদের ‘লিঙ্গ পরিচয়’ সংক্রান্ত রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত ‘নীতিমালা’ অনুমোদনের মাধ্যমে।

প্রান্তিক এই জনগোষ্ঠীর সংখ্যা ও তাদের কল্যাণে সরকারের পদক্ষেপ জানতে মুহিবুর রহমান মানিক রোববার সংসদে প্রশ্ন রেখেছিলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে হিজড়ার সংখ্যা ৯ হাজার ৮৯২ জন।

তাদের বিষয়ে পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ৫০ বছরের বেশি বয়সী অক্ষম ও অস্বচ্ছল বয়স্ক হিজড়াদের মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। এছাড়া হিজড়াদের জীবনমানেরর উন্নয়নে প্রাথমিক স্তরে ৩০০ টাকা, মাধ্যমিক স্তরে ৪৫০, উচ্চ মাধ্যমিক স্তরে ৬০০ এবং উচ্চস্তরে এক হাজার টাকা করে উপবৃত্তি দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত