সিলেটটুডে ডেস্ক

১৫ মার্চ, ২০১৬ ২৩:০৩

গভর্নরের পদত্যাগে পুঁজিবাজার চাঙ্গা, বিনিয়োগকারীদের সন্তোষ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে ‘পুঁজিবাজার ধ্বংসের মূল নায়ক’ আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিতে গতবছর অক্টোবরে ডিএসইর সামনে বিক্ষোভ হয়েছিল।

হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভের অর্থ লোপাটের ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমানের পদত্যাগের খবরের মধ্যে দেশের দুই পুঁজিবাজারে চাঙ্গাভাব দেখা গেছে।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, গভর্নরের পদত্যাগের মধ্য দিয়ে বিনিয়োগকারীদের দীর্ঘ দিনের দাবি পূরণ হওয়ায় বাজারের ওপর আস্থা ফিরে আসবে।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন আতিউর রহমান। এরপর দেশের দুই বাজারেই লেনদেন উল্লেখযোগ্য পরিমাণ বেড়ে যায়।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ২৯ শতাংশ বেড়ে ৪৩৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

পদত্যাগের খবরের সময় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকেও উল্লস্ফন দেখা যায়। তবে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭৬ পয়েন্টে উঠে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ২৪ শতাংশ বেড়ে ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৮১৮ পয়েন্টে উঠে।

গভর্নর আতিউর রহমানের পদত্যাগের ফলে বাজারে আস্থা ফিরবে বলে মনে করেন ডিএসইর পরিচালক শাকিল রিজভী।

তিনি বলেন, “তার পদত্যাগের খবরে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এর ফলে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের অনেক দিনের চাহিদা পূরণ হল।”

আতিউর রহমানের পদত্যাগে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্যের সভাপতি রুহুল আমিন আকন্দ।

তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের পদত্যাগের মধ্য দিয়ে বিনিয়োগকারীদের আকাঙ্ক্ষার আংশিক বাস্তবায়ন হয়েছে।

“২০১০ সালের (পুঁজিবাজার) ধসের সঙ্গে বাংলাদেশ ব্যাংক জড়িত ছিল। সেই প্রতিষ্ঠানের প্রধানের পদত্যাগে বিনিয়োগকারীরা খুশি।”

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে থাকা ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ৯০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

আর সিএসইতে লেনদেনে থাকা ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ৮১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।

আপনার মন্তব্য

আলোচিত