সিলেটটুডে ডেস্ক

০৩ মে, ২০১৬ ০৯:৪৪

নিজামীর রিভিউ শুনছেন আদালত

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মতিউর রহমান নিজামীর করা আবেদন শুনছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার সকাল ৯টা ২১ মিনিটে এ শুনানি শুরু হয়।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এই রিভিউ শুনানি হচ্ছে। বেঞ্চের বাকি সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

জামায়াতে ইসলামীর আমির নিজামীর পক্ষে শুনানিতে রয়েছেন খন্দকার মাহবুব হোসেন। তিনিই প্রথম যুক্তি দিচ্ছেন। পরে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার যুক্তি তুলে ধরবেন।

জামায়াতের এই শীর্ষ নেতার রিভিউ শুনানি ও ট্রাইব্যুনালে কিশোরগঞ্জের পাঁচ আসামির যুদ্ধাপরাধ মামলার রায়ের দিন থাকায় সকাল থেকেই সুপ্রিম কোর্টের সবগুলো প্রবেশ পথে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। ঢোকার সময় সবার পরিচয়পত্র দেখা হচ্ছে। সন্দেহ হলে করা হচ্ছে তল্লাশি।

মৃত্যুদণ্ড বহালের রায়ের পর যুদ্ধাপরাধী নিজামীর শেষ আইনি সুযোগ এই রিভিউ আবেদন। এ আবেদনে রায়ের কোনো পরিবর্তন না হলে তার সামনে কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত