সিলেটটুডে ডেস্ক

০৬ মে, ২০১৬ ১৬:০৩

‘হন্য হয়ে আইএস খুঁজছি’, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন জঙ্গি আইএস দেশের কোথায় আছে, কারাই বা আইএস তা হন্য হয়ে খুঁজছেন তিনি।

শুক্রবার (৫ মে) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  ‘কারা আইএস, কোথায় আইএস তা আমরা হন্যে হয়ে খুঁজছি। দেশে আইএস আছে কি না, তা খুঁজে বের করতে সরকার ব্যাপক চেষ্টা চালাচ্ছে।’

ব্লগার, লেখক, প্রকাশক, অধিকারকর্মীসহ বিভিন্ন নৃশংস হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকারের খবরের বার্তা দিয়ে আসছে সাইট ইন্টিলিজেন্স। তবে সরকার বরাবরই তা অস্বীকার করে এ ধরনের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

জাতীয় প্রেসক্লাবে প্রখ্যাত শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ১২তম শাহাদাত বার্ষিকীতে আয়োজিত এক স্মরণসভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সাম্প্রতিক লেখক-ব্লগার-অধিকারীকর্মী হত্যাকাণ্ডে উদ্বিগ্ন হয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে নৃশংস হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আইএস, আল-কায়েদা যে বিবৃতি দিয়েছে, তা অবিশ্বাস করার কারণ নেই।’

নিশা দেশাই আরও বলেন, ‘আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের জঙ্গিরা যোগাযোগ করার চেষ্টা করছে। এটা আমরা হতে দেব না, তাদের ধ্বংস করে দেব।’

শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে বলা হয় এটি আইএস ঘটিয়েছে। কিন্তু সরকারের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো হন্যে হয়ে আইএস খুঁজছে। গোয়েন্দা সংস্থা এখনও তাদের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি।’

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর নিয়েও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, 'সর্বোচ্চ আদালত নিজামীর রিভিউ মামলা খারিজ করে দিয়ে ফাঁসির রায় বহাল রেখেছে। আইনের সব ধাপ সম্পন্ন করে এই শীর্ষ যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকর করা হবে।’

আপনার মন্তব্য

আলোচিত