সিলেটটুডে ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০১৬ ১০:১২

দক্ষিণখানের জঙ্গি আস্তানায় নারী জঙ্গিও, ধারণা পুলিশের

রাজধানী ঢাকার দক্ষিণখানে জঙ্গি আস্তানা সন্দেহে ভোররাত থেকেই একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটি। নব্য জেএমবির এক শীর্ষ নেতাসহ বেশ কয়েকজন নারী জঙ্গি বাড়িটিতে রয়েছেন বলে জানা গেছে।

ওই ভবনের ভেতরে মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও সন্তান, এর আগে নিহত জঙ্গি আসিফ কাদরির ছেলে রাশেদ ও মাইনুদ্দীন নামে এক জঙ্গি রয়েছে বলে ধারণা করছেন সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম।

দক্ষিণখানের আশকোনা এলাকার তিনতলা ভবনের বাড়িটির একটি ফ্লাটে জঙ্গিরা অবস্থান করছে বলে দাবি করছে পুলিশ।

কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ঘটনাস্থলে ব্রিফিংয়ে বলেছেন ওই বাড়িতে থাকা জঙ্গিরা নব্য জেএমবির সদস্য এবং তাদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে।

জঙ্গিদের আত্মসমর্পণের করতে আহবান জানানো হচ্ছে এবং বাড়িটির অন্য ফ্লাটগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।

পুলিশ বলছে জঙ্গিরা আত্মসমর্পণের আহবান প্রত্যাখ্যান করছে কিন্তু তবুও চেষ্টা হচ্ছে যাতে তারা আত্মসমর্পণ করে। পুলিশের আহবানে সাড়া দিয়ে আত্মসমর্পণে রাজী না হলে শেষ পর্যন্ত পুলিশ ভবনটিতে অভিযান চালাবে।

এর আগে চলতি বছরেই নারায়ণগঞ্জ ও কল্যাণপুরে এ ধরণের অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছিলো।

আপনার মন্তব্য

আলোচিত