সিলেটটুডে ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০১৬ ১৩:৩২

অনলাইনে পণ্য ব্যবসায়ী পরিচয়ে ‘সূর্যভিলা’ ভাড়া নিয়েছিল জঙ্গিরা

অনলাইনে পণ্য ব্যবসায়ী পরিচয়ে রাজধানী ঢাকার দক্ষিণখানের আশকোনা এলাকার ‘সূর্যভিলা’ নামক ভবনে বাসা ভাড়া নিয়েছিল জঙ্গিরা। ইমতিয়াজ আহমেদ নামের এক ব্যক্তি গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে সূর্যভিলার তিন তলা ভবনের নিচ তলা ভাড়া নেয়।

শনিবার (২৪ ডিসেম্বর) ভোররাতে জঙ্গি আস্তানা সন্দেহে ওই ভবন ঘিরে অভিযানে নামে পুলিশ। সেখান থেকেই সকালে বের হয়ে এসে আত্মসমর্পণ করে ‘চার জঙ্গি’। ভেতরে এখনও তিন জঙ্গি সশস্ত্র অবস্থায় অবস্থান করছে বলে পুলিশ জানিয়েছে।

ওই ভবনের মালিক জামাল হোসেন কুয়েত প্রবাসী। তার মেয়ে জোনাকি রাসেল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের ১ তারিখে অনলাইনে পণ্য ব্যবসায়ী পরিচয়ে স্ত্রী ও এক নবজাতককে নিয়ে বাসায় ওঠার জন্য জাতীয় পরিচয়পত্র জমা দেন জামাল ইমতিয়াজ নামের এক ব্যক্তি। পরে ৩ তারিখে পরিবারের সদস্যদের সঙ্গে বাসায় ওঠেন তিনি।

ভবন মালিকের মেয়ে জানান, বাসা থেকে ওই ব্যক্তি অধিকাংশ সময়ই বের হতেন  না। জিজ্ঞেস করলে তারা বলতেন- ছোট বাচ্চাকে রেখে তারা বাইরে যেতে চান না।

ইমতিয়াজ পরিচয়ধারী ব্যক্তি ভবন মালিকের মেয়েকে জানিয়েছিলেন, তাদের বোন ও মা এসে মাঝে মধ্যে বাসায় থাকবেন।

জোনাকি রাসেল জানান, অধিকাংশ সময়ই ওই বাসা ভেতর থেকে বন্ধ থাকতো। তাদের পরিচয়পত্র পুলিশকে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত