সিলেটটুডে ডেস্ক

০৪ জানুয়ারি, ২০১৭ ১৪:৩৩

২০১৬ সালে ৪৩১২টি সড়ক দুর্ঘটনা, নিহত ৬০৫৫

২০১৬ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে মোট ৪ হাজার ৩১২টি। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৫৫ জন। আহত হয়েছেন ১৫ হাজার ৯১৪ জন।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত 'বাংলাদেশের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদন ২০১৬' প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি পর্যবেক্ষণ মতে ২০১৬ সালে সারাদেশে ৪৩১২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৫৫ জন। আর আহত হয়েছেন ১৫ হাজার ৯১৪ জন। আহতদের মধ্যে হাত-পা বা অন্য অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গু হয়েছে ৯২৩ জন।

তিনি বলেন, গত বছর এক হাজার ৬৩টি বাস, এক হাজার ১৮৭টি ট্রাক ও কাভার্ডভ্যান, ৫৯৭টি হিউম্যান হলার, ৬৪৯টি কার জিপ মাইক্রোবাস, ৯৭৩টি অটোরিকশা, এক হাজার ৪৪৯টি মোটরসাইকেল, এক হাজার ১৯০টি ব্যাটারি চালিত রিকশা ও ৮৬৩টি নছিমন করিমন দুর্ঘটনার কবলে পড়ে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাবেক যোগাযোগ সচিব মাহবুবুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত