সিলেটটুডে ডেস্ক

০৭ এপ্রিল, ২০১৭ ১৪:৩১

প্রটোকল ভেঙে বিমানবন্দরে মোদি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে মিয়মিত প্রটোকল ভেঙে বিমানবন্দরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজের পর এবারই প্রথম কোন সরকারপ্রধানকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান নরেন্দ্র মোদি, এমটা জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো।

শুক্রবার (৭ এপ্রিল) চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন দুপুর ১টার দিকে দিল্লিতে ভারতীয় বিমান বাহিনীর পালাম স্টেশনে অবতরণ করেন তিনি।

পিটিআই'র জানায়, বিমানবন্দরে পৌঁছাতে সাধারণ ট্রাফিক ব্যবস্থার মধ্যে রাস্তায় প্রটোকল ভেঙে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে স্বাগত জানান।

সরকারি সূচিতে বলা হয়েছিল, বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন ভারতের শিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও থাকবেন। পালাম স্টেশন থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী সেখানে অবস্থান করবেন।

ভারতের ফিনানশিয়াল এক্সপ্রেস জানিয়েছে, এর আগে কেবল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদকে স্বাগত জানাতেই মোদিকে বিমানবন্দরে যেতে দেখা গেছে।

ভারতে কোন সরকারপ্রধানকে স্বাগত জানাতে তাদের কাউকে বিমানবন্দরে যেতে হয় না। মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদার ব্যক্তিগণ এ কাজ করে থাকেন।

এর আগে সকাল ১০টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে বোয়িং আকাশ প্রদীপে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের চিফ হুইপ আ সম ফিরোজ, তিন বাহিনীর প্রধানসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।

শেখ হাসিনা ২৮৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর এ সফরসঙ্গীদের মধ্যে সিলেটের ৭ ব্যবসায়ী নেতাও রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত