সিলেটটুডে ডেস্ক

০৭ জুন, ২০১৭ ১৪:৩১

ঈদের বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১২ জুন

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১২ জুন। ট্রেনে ঈদের আগের পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আর বাসের টিকিট বিক্রি করা হবে আগে এলে আগে পাবেন ভিত্তিতে।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার জানান, ১২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

এদিকে, ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময় নির্ধারণের জন্য আগামী বৃহস্পতিবার সভা ডাকা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি জানান, ৮ জুন দুপুরে রেল ভবনে সভা ডাকা হয়েছে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

২৭ জুন ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ধরে ২২ ও ২৩ জুন বাড়ি ফেরার জন্য সবচেয়ে ভালো সময় বলে মনে করা হচ্ছে। ২৭ জুন ঈদ হলে আগের দিন সোমবার থেকে ঈদের ছুটি শুরু হবে। এর আগে ২২ জুন বৃহস্পতিবার। পরদিন ২৩ ও ২৪ জুন শুক্র ও শনিবার নিয়মিত ছুটি থাকে।

বাসের টিকিট করা যাবে অনলাইনেও। অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান সহজ ডটকম ২৮টিরও বেশি বাস কোম্পানির টিকিট অনলাইনে বিক্রি করবে। তাদের কল সেন্টারে ফোন করে (১৬৩৭৪ নম্বরে) বা অনলাইনে কেউ চাহিদা জানাতে পারেন।

আপনার মন্তব্য

আলোচিত