সিলেটটুডে ডেস্ক

০৮ জুলাই, ২০১৭ ০১:৩৭

‘মডেল বানানোর প্রলোভনে’ তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

মিউজিক ভিডিওতে ‘মডেল হিসেবে কাজের সুযোগ দেওয়ার প্রলোভনে’ সাভারে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ এরই মধ্যে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি’তে দুই তরুণীকে পাঠানো হয়েছে।

শুক্রবার বিকেলে সাভার মডেল থানায় মামলাটি করেন গণধর্ষণের শিকার ওই দুই তরুণী।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ওসি এএফএম সায়েদ জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় একটি কলেজের দুই নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।

এরা হলেন- দিনাজপুরের বিরল উপজেলার মোকারম (১৭) ও কুড়িগ্রামের বুড়িমারীর মিজানুর রহমান (২৭)।

দুই তরুণী সংবাদমাধ্যমকে বলেন, কয়েকমাস আগে লিটন আলী নামে এক ব্যক্তির সঙ্গে তাদের মোবাইল ফোনে পরিচয় হয়। লিটন তাদের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজের সুযোগ দেওয়ার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে আসতে বলে।

তাদের অভিযোগ, সাভার আসার পর লিটন ও নগর বিশেষ শাখার (সিটিএসবি) পুলিশ কনস্টেবল পরিচয়দানকারী রেজাউল কৌশলে তাদের স্থানীয় ‘লিজেন্ড কলেজে’ নিয়ে যায়। পরে কলেজের কমনরুমে একজনকে ধর্ষণ করে।

পাশের রুমে আরেকজনকে তারা ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে লিটন ও রেজাউল রুমটিতে তালা দিয়ে পালিয়ে যায় বলে জানান দুই তরুণী।

আপনার মন্তব্য

আলোচিত