নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০১৭ ০০:১৯

উচ্চ আদালতেও জামিন পাননি রাগীব আলী ও তার ছেলে

তারাপুর চা বাগানের ভূমি বন্দোবস্তের নামে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত বিতর্কিত শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে তাদের জামিন আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন।

এ মামলায় তারা কারাগারে আছেন। শুনানিতে রাগিব আলী ও তার ছেলের পক্ষে আইনজীবী ছিলেন আবদুর রাজ্জাক।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি সিলেটের তারাপুর চা-বাগান লিজের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির বিষয়ে দায়ের করা মামলায় বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেটের মহানগর মুখ্য হাকিম মো. সাইফুজ্জামান হিরো ৪৬৬ ধারায় রাগীব আলী ও তার ছেলেকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড, ৪৬৮ ধারায় সমপরিমাণ সাজা প্রদান করেন। এছাড়া ৪২০ ও ৪৭১ ধারায় ১ বছর করে ২ বছরের কারাদণ্ড দেয়া হয় তাদের। পৃথক ৪টি ধারায় সিলেটের কথিত দানবীর রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে মোট ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়।

এ রায়ের বিরুদ্ধে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন পিতা-পুত্র। পরবর্তীতে ওই আদালতে জামিন আবেদন করেন তারা।

গত ২৪ মে সিলেট বিশেষ দায়রা জজ আদালত তাদের জামিন আবেদন খারিজ করে দেন। এরপর ওই আদেশের বিরুদ্ধে গত ৯ জুলাই হাইকোর্টে আবেদন করেন তারা।

এছাড়া গত বছরের ৬ এপ্রিল প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি তারাপুর চা বাগান দখলে করে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরসহ পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।

প্রতারণার মাধ্যমে পত্রিকা প্রকাশের একটি মামলায়ও আদালতে দণ্ডপ্রাপ্ত হন রাগীব আলী ও আব্দুল হাই।

আপনার মন্তব্য

আলোচিত