সিলেটটুডে ডেস্ক

২১ জুলাই, ২০১৭ ১১:১০

টানা বৃষ্টিতে সীতাকুণ্ডে পাহাড় ধস, শিশু সহ নিহত ৫

টানা বর্ষণের ফলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড়ধসে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার জঙ্গল ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো রফিকের স্ত্রী রাবেয়া (৩৫), তাঁর ১১ বছরের ছেলে, রাবেয়ার ননদ ও তাঁর দুই মেয়ে। দুই মেয়ের বয়স ৭ ও ২ বছর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুইয়ার জানান, সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর গ্রামে পাহাড়ধসে তারা নিহত হয়। তিনি জানান, ওই গ্রামের টিলা ও পাহাড়ে ছিন্নমূল লোকজন ঘর বানিয়ে বসবাস করে। সেখানে বিভিন্ন এলাকাকে সমাজ হিসেবে ভাগ করা হয়েছে। ৩ নম্বর সমাজের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান জানান, পাহাড়ধসের সময় রফিক ও তাঁর বোনের স্বামী কালাম বাড়ি থেকে বের হতে পারেন। কিন্তু তাঁদের পরিবারের সদস্যরা চাপা পড়েন। ছিন্নমূল পুলিশ ফাঁড়ির সদস্যরা ও স্থানীয় লোকজন তাঁদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রেখেছেন।

আপনার মন্তব্য

আলোচিত