সিলেটটুডে ডেস্ক

২২ জুলাই, ২০১৭ ১৩:৩৮

মেহেরপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, শিশুসহ দুই নারীর আত্মসমর্পণ

মেহেরপুরের গাংনী উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে এক সৌদি প্রবাসীর বাড়ি ঘিরে অভিযানে নামা পুলিশের কাছে দুই শিশুসহ দুই নারীকে আটক করা হয়েছে। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে তারা আত্মসমর্পণ করেন। তবে বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে কোনো কিছু না পাওয়ায় অভিযান সমাপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান।

তিনি জানান, দোতলা বাড়িটির মালিকের নাম মেসকাত আলী। মালিক সৌদি আরব থাকেন বলে জানা গেছে। তিন মাস আগে বাড়িটি ভাড়া নেওয়ার পর থেকেই ভাড়াটিয়াদের কথাবার্তা ও চলাফেরায় সন্দেহ হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘জঙ্গিরা অবস্থান করছে এমন আশঙ্কা থেকে’ বাড়িটি শনিবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে ঘিরে রাখা হয় বলে জানান পুলিশের এ ঊর্ধ্বতন
কর্মকর্তা।

তিনি আরো জানান, এরপর পুলিশ আত্মসমর্পণের আহ্বান জানালে তাতে সাড়া দিয়ে ৩-৪ বছরের  দুই শিশুকে নিয়ে দুই নারী বাড়িটি থেকে বেরিয়ে আসেন। পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। তবে বাড়িতে কোনো পুরুষ সদস্যকে পাওয়া যায়নি।।

আপনার মন্তব্য

আলোচিত