সিলেটটুডে ডেস্ক

২৪ জুলাই, ২০১৭ ০৩:১০

৫৭ ধারা বাতিলের আহবান নোয়াবের

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা অবিলম্বে বাতিল এবং এই ধারায় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে নিউজ পেপার ওনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

রোববার (২৩ জুলাই) প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত নোয়াবের এক সভায় এ আহ্বান জানানো হয়।

নোয়াব সভাপতি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতার প্রতি অন্তরায় সৃষ্টি করে এমন কোনো আইন না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নোয়াব। একই সঙ্গে অবিলম্বে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করে এই ধারায় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা বাতিলেরও আহ্বান জানিয়েছে।

এতে বলা হয়, সরকারের প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার অনুরূপ বিধান সংযোজনেও উদ্বেগ প্রকাশ করেছে নোয়াব। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা এবং হয়রানিমূলক মামলায় উদ্বেগ প্রকাশ করে এসব বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সংবিধান স্বীকৃত মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত